
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | প্রিন্ট
সাংবাদিকদের মৌলিক চাহিদা পূরণে সরকারের প্রণোদনা দাবি জানিয়েছে ঢাকা উত্তর প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকালে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা উত্তর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম এ দাবি জানান। জানান সারাদেশে ছড়িয়ে থাকা সাংবাদিক ভাই -বোন বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এদেশের সুনাগরিক হিসেবে সাংবাদিকদের মৌলিক চাহিদা পূরণে সরকারের প্রনোদনা অতি জরুরি।
তার নিজস্ব ফেসবুক একাউন্ট দেয়া আবেদনটি তুলে ধরা হলো।
মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা রাষ্ট্রের” চতুর্থ স্তম্ভ” হিসেবে পরিচিত সাংবাদিক সমাজ।করোনার মহামারীতে জাতির এই ক্রান্তিকালে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ ও যথাযত ব্যবস্থা গ্রহনে সবিনয় অনুরোধ করছি। আপনার নির্দেশে-
জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে,ঢাকা দক্ষিণে-” ডিইউজে”, ঢাকা উত্তরে -“ঢাকা উত্তর প্রেসক্লাব”,প্রতি জেলা ও উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে তালিকা করে সাংবাদিকদের প্রনোদনা দেয়ার দাবি জানাই।
কারণ প্রচার সংখ্যায় শীর্ষে থাকা অর্ধশত মিডিয়া সাংবাদিকদের বেতন/সম্মানী দিতে পারলেও কয়েকশ মিডিয়ায় কর্মরত ১লাখের অধিক সাংবাদিকে কোন বেতন বা সম্মানী দিতে পারেন না।সারাদেশে ছড়িয়ে থাকা সাংবাদিক ভাই -বোন বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।এদেশের সুনাগরিক হিসেবে সাংবাদিকদের মৌলিক চাহিদা পূরণে সরকারের প্রনোদনা অতি জরুরি।
এমতাবস্থায় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা, টিভি,সংবাদ সংস্থা, অনলাইন, মিডিয়া প্রত্যেক কে সমান অধিকার দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে।
আশা করছি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সমাজের মৌলিক অধিকার পূরণে যথাযথ নির্দেশ দানে মর্জি হয়
অবহেলিত সাংবাদিকদের পক্ষে –
মোঃ রফিকুল ইসলাম
সভাপতি -ঢাকা উত্তর প্রেসক্লাব
Posted ৮:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar