আজকের অগ্রবাণী ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫:৪২ পূর্বাহ্ণ
ধর্ষণের দায়ে জেলে গিয়েছেন গুরমিত রাম রহিম সিংহ। জোড়া রায়ে আপাতত জোড়া সাজা দিয়েছে আদালত। পর পর দশ বছর করে ২০ বছর জেল খাটতে হবে। কিন্তু বাবার জেল যাপন অতিষ্ঠ করে তুলেছে বাকি বন্দিদের।
বাবার সঙ্গে এক সেলে পাঁচ দিন কাটানোর পরে এক জেলবন্দি ভারতীয় একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন ঠিক কী কী করছেন বাবা জেলে। তিনি যা দেখেছেন তাতে বাবা জেলে যাওয়ার পরে প্রথম পাঁচ দিন একটুও ঘুমোননি। নিজে যেমন ঘুমোননি তেমন ঘুমোতে দেননি ওই সেলেই বন্দি স্বদেশ কিরাদ নামে এক কয়েদিকে। কিরাদ দাবি করেছেন, সারারাত রাম রহিম ঘুমোননি। কেঁদে চলেছেন। তবে তার কান্নায় আক্ষেপ নেই। তিনি নাকি কাঁদতে কাঁদতে বলছেন— ‘রব্বা, মেরা কেয়া কসুর হ্যায়?’
রাম রহিম জেলের মধ্যে সে ভাবে কিছু খাচ্ছেন না বলেও জানিয়েছেন স্বদেশ। কেবল দুধ, চা, জল, বিস্কুট খাচ্ছেন। সেই সঙ্গে স্বদেশ জানিয়েছেন, রোহতকের সোনারিয়া জেলের ভিতরে গুরমিত রাম রহিমকে কোনও রকম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। তবে তাকে একটু আলাদা করে রাখা হয়েছে। তার কারণ অবশ্য অন্য।
স্বদেশের দাবি, গুরমিতের বিচার নিয়ে যে হাঙ্গামা হয়েছে তাতে জেলের অন্যান্য বন্দিদের মধ্যে বাবা রাম রহিম কিংবা ডেরা সমর্থকদের উপরে রাগ রয়েছে। এর জন্য গুরমিত যাতে আক্রান্ত না হন সে কারণেই একটু আলাদা রাখার ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ।