অগ্রবাণী ডেস্ক | ২৪ মে ২০১৭ | ৯:১৬ পূর্বাহ্ণ
আলোচিত ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ পাঁচ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বেশ আয়েশেই। আরামে দিন যাপনে তাদের জন্য এক দিনেই ৭০ হাজার টাকা পাঠানো হয়েছে। নিরাপদ দূরত্বে থেকে সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তার কারাবন্দি ছেলের হাতখরচের জন্য শনিবার এ টাকা প্রিজনার্স ক্যাশে (পিসি) জমা করে দেন লোকমারফত।
তবে দিলদার বা তার স্ত্রী কেউ ছেলেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে দেখতে যাননি।
গত বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর দু’জনকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। কারাগারের ‘ভিআইপি’ সেল হিসেবে পরিচিত সূর্যমুখী সেলে দিন কাটছে তাদের। বাবার পাঠানো টাকা দিয়ে সাদমানকে নিয়ে সাফাত কারাগারের ভেতরে বেকারি ও রেষ্টুরেন্ট থেকে পছন্দমতো খাবার কিনে খাচ্ছেন। কারাসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, নতুন এ কারাগারের সূর্যমুখী সেলটি অন্যান্য সেলের চেয়ে ভালো। কারাগারের শেষ সীমানায় বিস্তীর্ণ মাঠের পাশের এ সেলে প্রচুর আলো-বাতাস রয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার সাফাত ও সাদমানকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানোর কথা ছিল। তবে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।