আজকের অগ্রবাণী ডেস্ক | ০২ সেপ্টেম্বর ২০১৭ | ২:৪৫ অপরাহ্ণ
আপনজনের সাথে ঈদের অানন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হয়েও গন্তব্যে পৌঁছাতে পারেননি হাজার হাজার মানুষ, আটকা পড়ে আছেন মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি ফেরি ঘাটে। শনিবার সকালে সারা দেশের মানুষ যখন প্রিয়জনের সাথে ঈদ উৎসব উদযাপন করছেন, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তখন জ্যামে আটকে পড়া এসব মানুষ পদ্মা পার হওয়ার অপেক্ষায় রয়েছেন, কেউবা নিরবে চোখের পানি ফেলছেন।
নদীর নাব্যতা সংকট ও তীব্র স্রোতে ফেরি চলাচল বাধাগ্রস্থ হচ্ছে এরই মধ্যে আবার বন্ধ আছে রো রো ফেরি চলাচল। ফলে ঘাটে আটকে গেছে অন্তত ৫০০ যানবাহন। এদিকে ঈদের ছুটির কারণে ফেরি ঘাটটিতে থাকা সব খাবারের দোকানও বন্ধ রয়েছে। ফলে অভুক্ত মানুষগুলো দুর্বিসহ ভোগান্তির মধ্যে পড়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঈদের দিন সকালে ঘাট এলাকায় পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। গতকাল শুক্রবার রাত থেকে রো রো ফেরিগুলো এই নৌপথে চলতে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিল। এখন রো রো ফেরি চলাচল বন্ধ আছে। বর্তমানে ১৫টি ফেরি চলছে নাব্যতা সংকট এবং উত্তাল পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে। ঘাটে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি আছে বলেও জানান তিনি।
গিয়াস উদ্দিন পাটোয়ারি আরও জানান, ঢাকা থেকে আসা অনেক গাড়ি গন্তব্যে পৌঁছাতে না পেরে ঢাকায় ফিরে গেছে।