আজকের অগ্রবাণী ডেস্ক | ১১ জুলাই ২০১৮ | ৭:৩৬ অপরাহ্ণ
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিতবে ক্রোয়েশিয়া। ফুটবল নিয়ে ভবিষদ্বাণী করা জ্যোতিষী উট শাহীন এমনটিই বলেছে।
উটের সামনে আজ দুটি পতাকা রাখা হলে ক্রোয়েশিয়ার পতাকাটি বেছে নেন শাহীন।
প্রথম সেমিফাইনালে ফ্রান্স জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছিল শাহীন উট। এখন দেখার বিষয় আজও তার ভবিষ্যদ্বাণী সত্য হয় কিনা।