অগ্রবাণী ডেস্ক | ২৫ জুন ২০১৭ | ১২:২১ অপরাহ্ণ
গোপালগন্ঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে আবারো দোকান চুরির ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
বুধবার রাতে তাজিম খানের ক্রোকারিজ ও সৈয়দ ওয়াহিদের রেডিমেড কাপড়ের দোকানে রাত বারোটার পরে যে কোন সময়ে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাজিম খানের দোকান হতে আনুমানিক বিশ হাজার টাকার মুল্যবান সামগ্রী ও নগদ পনেরো হাজার টাকা এবং ওয়াহিদের তৈরি পোষাকেরর দোকান হতে আনুমানিক ত্রিশ হাজার টাকার মুল্যবান ড্রেস ও শাড়ী আর নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ বাক্স ভেঙ্গে চুরি করেছে।
জানাগেছে বাজারে পাহারাদারেরা পাহারারত থাকাবস্থায় চুরির ঘটনা ঘটেছে। এর অগেও বহুবার বাজারে এমন চুরির ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়ীরা আরও জানিয়েছে বাজার সেক্রেটারি আব্দুল জলিল খানের নিকট বিষয়টি জানানো হয়েছে । জয়নগর বাজারে কোন বনিক সমিতি নেই তাই কোন নির্বাচন হয়না এখানে।