ডেস্ক | ২৩ মার্চ ২০২০ | ৬:১৪ অপরাহ্ণ
জয়পুরহাটে রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। সেসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।