আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইহ প্রতিনিধি | ১৮ নভেম্বর ২০১৭ | ১০:৫৫ অপরাহ্ণ
২০১৬-২০১৭ করবর্ষে ব্যবসায়ী ক্যাটাগরিতে ঝিনাইদহের মোঃ ফারুক আজম জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন। আয়কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনেতিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ আয়কর প্রদানকারী কার্ড প্রদান করা হয়। তিনি ঝিনাইদহের অগ্নিবীনা সড়কস্থ মেসার্স ইঞ্জিনিয়ার বিল্ডার্স এর মালিক।
তিনি গত ৯ নভেম্বর তারিখে খুলনা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর নিকট হতে সর্বোচ্চ আয়কর দাতার ক্রেষ্ট ও ট্যাক্স কার্ড সম্মননা সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ ইকবাল হোসেন।