আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ | ১৬ জুন ২০১৮ | ১১:৪৬ পূর্বাহ্ণ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ ও উৎসবের আমেজে আজ শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজের মধ্যদিয়ে পালন করছে তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।
শনিবার সকাল ৮টায় ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ঝিনাইদহ ২ আসনের সাংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকি সুমি, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মশিউর রহমান, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারি সহ সর্বস্তরের হাজারও মানুষ উৎসব আমেজে সেখানে নামাজ আদায় করেন।
ঈদের নামাজের ইমামতী করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রধান আমিনুর রহমান।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।