আসিফ হাসান কাজল- | ১৪ নভেম্বর ২০১৭ | ১১:৩৪ পূর্বাহ্ণ
উপজেলা শহর ও প্রত্যন্ত গ্রামে নকল পন্য ক্রয় বিক্রয় করছেন এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে নকল সিগারেট সব কিছুতেই ভেজাল ও নকল! বলছিলেন আকিজ গ্রুপ ঢাকা টোবাকোর অপরাধ নির্মূল কর্মকর্তা আলি শাহাব।
গতকাল এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিজানুর রহমান এর
নিকট অভিযোগ করার প্রেক্ষিতে, ঝিনাইদহ জেলার গোয়েন্দা পুলিশের একটি দল জেলার
শৈলকুপা থানার কবিরপুর গ্রামে শ্রী সমর সাহার বাড়ীতে গোপন গুদামে অভিযান পরিচালনা করেন, আর সেখানেই মিললো বিপুল
পরিমান নকল এবং ব্র্যান্ড রেজিষ্ট্রেশন বিহীন SHOLER সিগারেট । এই ঘটনায় কবিরপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, ভাবা যায় খাবার পণ্য, ঔষধ এমনকি সিগারেট ও নকল, ভেজাল!
এই ঘটনায় গোয়েন্দা পুলিশ ঝিনাইদহ এর পক্ষ থেকে জানানো হয় ভোক্তাদের সহিত
প্রতারনা এবং নকল সিগারেট অবৈধভাবে গুদামজাতের কারনে শ্রী সমর সাহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা টোবাকোর অপরাধ নির্মূল অফিসার বলেন, এই জালিয়াতির জন্য যেমন কোম্পানি ক্ষতিগ্রস্থ হচ্ছে, পাশাপাশি সরকার ও হারাচ্ছে তার প্রাপ্য রাজস্ব। এই ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হবার পরামর্শ দেন তিনি।