অনলাইন ডেস্ক | ৩০ মে ২০১৭ | ১১:৪৪ পূর্বাহ্ণ
রাশিয়ার মস্কোতে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ঝড়ের কারণে অন্তত ১৩৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। খবর বিবিসির।
বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, ঝড়ে গাছচাপালা ও বিলবোর্ড ভেঙে পড়েছে। এছাড়া বিভিন্নস্থানে খুঁটি উপড়ে ও তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের কারণে প্রচণ্ড বাতাস ও ভারি বর্ষণের ঘটনা ঘটেছে।
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। বাতাসের এ গতিবেগ শহরের জন্য অত্যন্ত বিরল ঘটনা। এর ফলে বিভিন্ন ভবনের বেশ ভালো ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, গত একশ বছরের মধ্যে এমন ভয়াবহ ঝড় দেখা যায়নি। সর্বশেষ ১৯৯৮ সালে মস্কোয় আঘাত হানা এক ঘূর্ণিঝড়ে নয়জনের প্রাণহানি ঘটে।
এদিকে ঘূর্ণিঝড়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক মিলিয়ন রুবল অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সাবইয়ানিন।