টঙ্গী প্রতিনিধি : | ২৩ নভেম্বর ২০২০ | ৯:৪৯ অপরাহ্ণ
গাজীপুরের টঙ্গীর ৫৬নং ওয়ার্ড ব্যাংক মাঠবস্তি এলাকায় সাইফুল ইসলাম রাজু (৩৫) নামে এক প্রতিবন্ধীকে পূর্ব বিরোধের জেরে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ঘটনাটি ঘটে। প্রতিবন্ধী সাইফুল ইসলামের মা ময়না বেগম জানান, এলাকার খুটিনাটি বিষয়াদী নিয়ে অনেকদিন যাবত জনৈক আলামিনের পরিবারের লোকজনের সাথে আমাদের বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার রাতে আমার প্রতিবন্ধী ছেলে রাস্তায় হাটাহাটি করার সময় গায়ে ধাক্কা লেগেছে বলে এক পর্যায়ে শাজাহান, নোয়াব আলী, সিরাজ, যুবলীগ কর্মী আল-আমীন, শাহিন, নোয়াব আলী ছেলে রাজু ও ভাগিনা অনিকসহ হাতে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এঘটনায় প্রতিবন্ধী ছেলে ও বোন দেলোয়ারা আহত হয়। এলাকাবাসীর সহযোগীতায় আহতদেও উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য এর পূর্বেও হামলা ও মারামারির ঘটনায় ওই পরিবারের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ৫ টি জিডি রয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো, জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।