সুজন সারোয়ার, টঙ্গী : | ২১ জানুয়ারি ২০২১ | ৪:৪২ অপরাহ্ণ
টঙ্গীতে ২৩টি মামলার শীর্ষ মাদক কারবারি মাহবুবুর রহমান স্বপণ (৩৫) টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের ঘটনাটি ঘটে। মাদক কারবারি স্বপণ জামালপুর জেলার ইসলামপুর থানার বুলকারচর গ্রামের আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় মাদক কারবারি ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলা রয়েছে । পুলিশ জানান, স্বপন স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসতে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭নং ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের মাধ্যমে আত্মসমর্পণের আবেদন জানান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিল তার কার্যালয়ে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আসামি স্বপনকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় টঙ্গী পশ্চিম থানার পুলিশ তাকে ফুল দিয়ে বরন করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, তিনি গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় পরিবার পরিজন নিয়ে থাকতেন। সেখানেই তিনি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তার বিরুদ্ধে পৃথক ২৩ গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফুল ইসলান বলেন, আসামি স্বপন আমাদের কাছে কথা দিয়েছে সে সুস্থ জীবনে ফিরে আসতে চায়। স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের আলোকে আমরা চেষ্টা করে দেখবো তার জন্য কিছু করা যায় কিনা।