
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।
যুব বিশ্বকাপে বাংলাদেশকে এতদিন ‘ডার্ক হর্স’ হিসেবে দেখা হলেও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত আসরে শিরোপা জয়ের পর সবার ভাবনা বদলে গেছে। জুনিয়র টাইগারদের এবারের আসরের অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। আর টুর্নামেন্টের সম্ভাব্য তারকা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের দুই ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লাকে। তবে এবার করোনার কারণে গত আসরের মতো ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারেনি বাংলাদেশ। তবে অধিনায়ক রকিবুল হাসান প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তার দৃঢ়বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবারও ভালো কিছু করবে টাইগাররা। আর লম্বা প্রস্তুতি না থাকলেও অভিজ্ঞতার কারণে তারা সেটি উতরে যাবেন বলেও বিশ্বাস তার।
Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar