আজকের অগ্রবাণী ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০১৭ | ৯:৫৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- মাসুদ ও খোকন। জানা গেছে, তারা সহোদর।
সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে ড্রোন, কয়েকটি চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলা হয়। বাড়িটিতে রাতভর অভিযান ও তল্লাশি চালানো হয়। রাতেই দুই ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঢাকার মিরপুরের মাজার রোডের একটি জঙ্গি আস্তানার তথ্য দেন।
অভিযানকালে র্যাব-১২ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।