
ডেস্ক | বুধবার, ১৮ মার্চ ২০২০ | প্রিন্ট
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০৮ বোতল ফেনসিডিলসহ নাছিমা বেগম (৫৫) নামের নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কুর্শাবেনু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছিমা ওই এলাকার হামিদ শেখের স্ত্রী।
কালিহাতী থানার এসআই (উপপরিদর্শক) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে নাছিমাকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়। নাছিমা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
Posted ৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar