অগ্রবাণী ডেস্ক | ১২ মার্চ ২০১৭ | ১২:২৬ পূর্বাহ্ণ
টি২০ ফর্মেটে টানা ১০টি ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে আফগানিস্তান। শুক্রবার আয়ারল্যান্ডকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে পরাজিত করে এই রেকর্ড গড়ে আফগানরা।
টসে জিতে প্রথমে ব্যাটিং থেকে নাজিব তারাকাইয়ের ৯০ রানে ভর করে আফগানিস্তান ১৮৪ রানে লড়াকু ইনিংস গড়ে তুলে। জবাবে আয়ারল্যান্ড ১১ ওভারে ৯ উইকেটে ৯৩ রান সংগ্রহের পরে বৃষ্টিতে খেলা ক্ষতিগ্রস্থ হয়। এরপরই ডার্ক ওয়ার্থ লউসি পদ্ধতিতে আফগানিস্তান ১৭ রানে জয় তুলে নেয়। ডান-হাতি স্পিনার রশীদ খান নিয়েছে ৫ উইকেট।
২০১৬ সালের মার্চের পর থেকে টি২০’তে এটি আফগানিস্তানের টানা দশম জয়। এর ফলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে পিছনে ফেলে তারা উপরে উঠে আসলো। এই দুটি দল টানা আটটি করে ম্যাচ জয় করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের মাধ্যমে আফগানদের জয়ের ধারা শুরু হয়েছিল। এই ধারা বজায় রেখে তারা একে একে সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড ও ওমানকে পরাজিত করেছে।
-এলএস