
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
অস্ট্রেলিয়ান ওপেনের পর হয়তো এবার ফরাসি ওপেনের দরজাও বন্ধ হয়ে চলেছে নোভাক জকোভিচের জন্য। ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনার ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেনে অংশ নিতে পারবেন না সার্বিয়ান সুপারস্টার। ফরাসি সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখল যে সংক্রমণ ঠেকাতে তারা টিকা নিতে জোর দিচ্ছে। টিকা না নিলে নানা সুবিধা থেকেই বঞ্চিত হতে হবে মানুষকে।
এদিকে ফরাসি ওপেনের আসর বসবে মে মাসে। ফ্রান্স সরকারে এই নির্দেশিকা জারি হওয়ায় চাপে পড়েছেন জকোভিচ। সবে অস্ট্রেলিয়া থেকে সার্বিয়ায় পা রাখলেন নোভাক জকোভিচ, ঠিক যে কারণে তাকে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম খেলতে দেয়নি অসিরা। একই কারণ মনে করিয়ে নতুন আইন পাস করল ফ্রান্স। সব মিলিয়ে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকার সামনে এখন ঘোর অন্ধকার।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar