অনলাইন ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০১৭ | ৭:০৮ অপরাহ্ণ
ভারতের সংগীতশিল্পী করণ জোসেফ সকালে ঘরে বসে টিভি দেখছিলেন। সে সময় সেখানে বন্ধু রিশিসহ অন্যরাও ছিলেন। একপর্যায়ে করণ টিভি দেখা বন্ধ করে ঘরের জানালার কাছে যান এবং ১২তলা থেকে ‘লাফ’ দেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৯ বছর বয়সী করণ জোসেফের এমন মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। গতকাল শনিবার সকালে মুম্বাইয়ের বান্দ্রায় এ ঘটনা ঘটে।
বান্দ্রার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পণ্ডিত থাকরি বলেন, করণ জোসেফ বন্ধু রিশি শাহর বাসায় গত এক মাস আগে ওঠেন। সে সময় থেকেই করণ হতাশাগ্রস্ত ছিলেন। গত শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং শনিবার সকালে তিনি ফিরে আসেন। পরে ওই দিন সকালেই এই দুর্ঘটনা ঘটে। লাফ দিয়ে আত্মহত্যার সময় তিনি মদ্যপ ছিলেন বলেও জানায় পুলিশ।
পণ্ডিত থাকরি আরো বলেন, করণকে উদ্ধার করে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি।
‘করণের মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তাঁর মৃত্যুর পেছনে যদি কোনো সম্ভাব্য অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসতে পারে’, যোগ করেন পণ্ডিত থাকরি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, করণের বাবা-মাকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। এরই মধ্যে অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটাও তদন্তাধীন আছে বলে তিনি জানান।