আজকের অগ্রবাণী ডেস্ক | ১১ আগস্ট ২০১৭ | ১২:৪৯ অপরাহ্ণ
নতুন কেনা টিভি প্রাণ কেড়ে নিল তিয়াস মল্লিক নামে এক তিন বছরের শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ভাসানপোতা গ্রামে।
পুলিশ জানিয়েছে, তিয়াস মল্লিক নামে ওই শিশুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তিয়াসের বাবা গণেশবাবু বনগাঁ মহকুমা আদালতে কাজ করেন। তিয়াস একমাত্র ছেলে। সম্প্রতি পাকা বাড়ি করেছেন গণেশবাবু। এখনও কাজ শেষ হয়নি। গত বুধবার তিনি বনগাঁ শহর থেকে টিভি রাখবেন বলে একটি নতুন কাঠের টেবিল কিনে আনেন। সঙ্গে গদি, জাজিম। নতুন কেনা টেবিলে চাকা লাগানো ছিল। তার উপরে বসানো হয়েছিল ২৪ ইঞ্চির টিভিটি।
পরিবারের লোকজন জানায়, খাট থেকে নেমে তিয়াস টেবিলের কাছে চলে গিয়েছিল। ধাক্কা লেগে টিভিটি তার উপর পড়ে।
ঘটনার সময় পাশের রুমে পানি ভরছিলেন তিয়াসের মা ঝুমাদেবী। ছেলেকে ভাত খাওয়াবেন বলে ডেকেছিলেন। হঠাৎ কিছু পড়ার আওয়াজ পেয়ে ঘরে ঢুকে দেখেন তিয়াসের বুকের উপর টিভি। তিনি বলেন, দ্রুত টিভি সরিয়ে ছেলেকে কোলে নিলাম। একবার চোখ মেলে দেখল। তারপর চোখ বন্ধ করে দিল।
বাবা গণেশবাবু আফসোস করে বলেন, রাতে আমার সঙ্গে বসে টিভি দেখছিল তিয়াস। টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ি। শব্দ শুনে উঠে দেখি এ কাণ্ড। আমার জীবনটাই চলে গেল। কেন যে চোখটা বুজে এসেছিল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |