মোঃ সেলিম রেজা: | ২৩ আগস্ট ২০১৭ | ৫:৫৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়ার মধ্যে দিয়েই শেষ হল মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচী। উক্ত কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল ১ আগস্ট কালো ব্যাচ ধারণ, ৮ আগস্ট ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচী, ৯ আগস্ট শোক র্যালী, ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতীর জনকের সমাধিতে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, ১৬ আগস্ট আলোচনা সভা, ২৩ আগস্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জাতির পিতার মাজারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া।