
| সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
য়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরতলিতে এক বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে তিন নাতি-নাতনিসহ এক বৃদ্ধা নিহত হয়েছেন।
প্রচণ্ড তুষারপাতের কারণে বেশ কয়েক দিন ধরেই বিদ্যুৎ নেই এলাকাটিতে। এ অবস্থায় ভিয়েতনামের বংশোদ্ভূত জেকি ফাম এনগোয়েনের মেয়ে তার তিন সন্তানকে বৃদ্ধার কাছে রেখে যান। খবর সিএনএনের।
এ সময় আগুন পোহাতে গিয়ে বাড়িটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে নাতনি অলিভিয়া (১১), নাতি এডিশন (৮) এবং নাতনি কোকোসহ (৫) ওই বৃদ্ধা পুড়ে মারা যান।
সেখানকার তাপমাত্রা হিমাংকের নিচে থাকায় পানি জমে যাওয়ায় এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar