অনলাইন ডেস্ক | ১১ জুলাই ২০১৭ | ৭:৩০ অপরাহ্ণ
রাজধানীর গাবতলীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকির ভেতর কাজ করার সময় বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাবতলীর গৈথারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইনুদ্দিন (২৭) ও লিমন হাওলাদার (২২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল জানান, ট্যাংকিতে নামার পরপরই তারা অচেতন হয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। ঢামেক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের মিরপুর জোনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল আল আরিফিন জানান, ওই ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল। যে কারণে তারা নামার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে।
দারুস সালাম থানা পুলিশ জানায়, নিহতরা ৯নং গৈথারটেকে সালাম নামে একজনের বাসার রাজ মিস্ত্রির কাজ করছিল। দুপুরে সেন্টারিংয়ের বাঁশ বের করার জন্য ট্যাংকিতে নামে তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।