
ডেস্ক | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা এলাকায় চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজালা (২৪) ও মুরাদপুর গ্রামের খাইরুলের ছেলে এবং মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে।
Posted ২:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar