অগ্রবাণী ডেস্ক: | ২৮ মার্চ ২০১৭ | ৮:১০ অপরাহ্ণ
কক্সবাজারের পর্যটন হোটেল-মোটেল জোনের প্রবেশদ্বার কলাতলী মোড়ে স্থাপিত দৃষ্টিনন্দন ‘জ’ ভাস্কর্যটি বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে।
এছাড়া ফোয়ারার একটি ডলফিন সম্পূর্ণ বিধ্বস্ত এবং অপর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কক্সবাজার মডেল থানার পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
আটক ট্রাক চালক বগুড়ার শিবগঞ্জের কাজিপুর এলাকার মৃত আবদুল গফুর আকন্দেও ছেলে নুরুল ইসলাম (৪৩) ও হেলপার একই এলাকার জামাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২০)।
কক্সবাজার মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, সিলেট থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-১৪-১৪৩২) শহরে প্রবেশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘জ’ ভাস্কর্যটির পূর্বপাশে ধাক্কা দেয়।
এতে একটি ডলফিন ভেঙে গুড়িয়ে যায়। এছাড়াও দক্ষিণ ও উত্তর পাশের ভাস্কর্য দুটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে।
-এলএস