
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত একজন বিদেশি নাগরিক। একপর্যায়ে তিনি বলছেন- ইউ ওয়ান্ট মানি? আই গিভ ইউ দিস (তুমি টাকা চাইছো? আমি তোমাকে তা দিচ্ছি)। এরপরই তাকে টাকা ছুড়তে দেখা যায়। এই ভিডিও শেয়ার দিয়ে অনেকে বলছেন, পুলিশ গাড়ি থামিয়ে টাকা চাওয়ায় ক্ষিপ্ত হন ওই বিদেশি। তবে পুলিশ বলছে, অভিযোগ সঠিক নয়।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আলম মাসুদ সমকালকে বলেন, মঙ্গলবার বিকেলে রাওয়া ক্লাব এলাকায় এক চীনা নাগরিককে বহনকারী গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিল পুলিশ। তখন তাড়াহুড়ো থাকায় বা অন্য কোনো কারণে তিনি উত্তেজিত হয়ে এমন কাণ্ড ঘটান। তবে টাকা চাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ওই গাড়ির চালকের সঙ্গে কথা বলেছে পুলিশ। তিনিও বলেছেন, টাকা চাওয়ার ঘটনা ঘটেনি। ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এতে কারও দায় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar