
ডেস্ক | বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে।
ইরানের আইন প্রণেতা আহমেদ হামজাহ মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ‘কেরমান প্রদেশের জনগণের পক্ষে আমি ঘোষণা করছি, যিনি ট্রাম্পকে হত্যা করতে পারবেন, তাকে আমরা ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেব।’
তবে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুমকির এই সিদ্ধান্তটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনীর কীনা, সেটি উল্লেখ করেননি তিনি। গত ৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar