অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি ২০১৮ | ৮:২৭ অপরাহ্ণ
নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা ও নারী বিদ্বেষী নীতি গ্রহণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লাখো নারী বিক্ষোভ করেছেন। শনিবার ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, শিকাগোসহ দেশটির ২৫০টি শহরে এ বিক্ষোভ হয়। খবর স্কাই নিউজের।
ট্রাম্পের নেয়া বিভিন্ন নীতি নারীদের আঘাত করছে বলে মন্তব্য করেন বিক্ষোভে অংশ নেয়া নারীরা। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভে অভিনেত্রী, লেখিকাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী এবং ডেমোক্রেট পার্টির সমর্থকরা এসব বিক্ষোভে অংশ নেন।
লস অ্যাঞ্জেলসের র্যালিতে অংশ নেয়া অভিনেত্রী ইভা লংগোরিয়া বলেন, ‘ভোটই আপনার অবস্থানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যাদের ভোটাধিকার আছে তাদের উচিত তা প্রয়োগ করা।’
এদিকে নারীদের এ বিক্ষোভ চলা অবস্থাও ট্রাম্প তার টুইটারে নারীদের নিয়ে রসিকতা করেন। তিনি লেখেন ‘দেশজুড়ে সুন্দর আবহাওয়া, নারীদের মিছিল করার জন্য এটি চমৎকার একটি দিন। ১২ মাসে যেসব ঐতিহাসিক অর্জন ও অর্থনৈতিক সফলতা সৃষ্টি হয়েছে, তা উদযাপনে আপনারা বেরিয়ে আসুন। নারী বেকারের হার এখনই সবচেয়ে কম।’