| ২০ জানুয়ারি ২০২১ | ১০:২৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে যাত্রা বিরতির পর যথারীতি স্টেশন ত্যাগ করে ট্রেন। কিছুদূর যেতেই ট্রেনের চাকা ও রেললাইনের ঘর্ষণে প্রচণ্ডভাবে আগুনের ফুলকি সৃষ্টি হতে থাকে। বিষয়টি ড্রাইভারের নজরে এলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ট্রেনটি ভৈরব স্টেশনে ফিরিয়ে আনা হয়। এবং যান্ত্রিক ত্রুটি মেরামত শেষ ১ ঘণ্টা পর ট্রেন ছেড়ে যায় নিজ গন্তব্য।
ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, নোয়াখালীগামী আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস ট্রেন বিকেল ৩টায় ঢাকা ছেড়ে বিকেল সোয়া ৫টায় ভৈরব রেলস্টেশনে যাত্রা বিরতি করে। নির্দিষ্ট সময় পর ট্রেন ছাড়ার পরপরই দেখা দেয় বিপত্তি। ট্রেনটি কিছু দূর যেতে লক্ষ্য করা যায় ইঞ্জিনের চাকা থেকে প্রচণ্ড আগুনের ফুলকি বের হতে থাকে। এ সময় যাত্রীদের চিৎকারে বিষয়টি ট্রেন ড্রাইভারের নজরে আসে।
সে সময় বড় ধরনের বিপত্তি এড়াতে ট্রেনটি ভৈরব স্টেশনে ফিরিয়ে আনেন চালক। পরে ত্রুটি মেরামত শেষে ১ ঘণ্টা পর ট্রেনটি নিজ গন্তব্যে ছেড়ে যায়।
ভৈরব রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, নোয়াখালীগামী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস (ট্রেন নং ৭১২ ও ইঞ্জিন নং ২৯০১) ট্রেন যথা সময়ে ভৈরবে আসে কিন্তু ছেড়ে যাবার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খবর পেয়ে আমরা ট্রেনটি স্টেশনে ফিরিয়ে আনি। এবং প্রয়োজনীয় মেরামত শেষে ১ ঘণ্টা বিলম্বে ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে।