
ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসের কারণে বিশ্বের নানা দেশের মানুষ গৃহবন্দি।নিত্য প্রয়োজনীয় জিনিসও মজুত করছেন অনেকে।এই আবহেই লন্ডনের একটি পাবের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে টয়লেট পেপার দিয়েই পোকার খেলতে দেখা যাচ্ছে ছ’জনকে। তা দেখেই বিভিন্ন মন্তব্য করছেন নেটাগরিকরা।
জানা গেছে, ঘটনাটি সম্প্রতি ঘটেছে লন্ডনের এলথাম টেরেস ক্লাবে। সেখানেই পোকার খেলায় মেতেছিলেন ওই ব্যক্তিরা। পোকার খেলার জন্য কার্ড থাকলেও তাদের কাছে ছিল না গুটি। টয়লেট পেপারের রোলকেই গুটি হিসাবে ব্যবহার করছেন তারা।
সেই ভিডিও ‘দ্য পোকার পেজ’ নামের এক ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছিল। যা ইতিমধ্যেই দেখা হয়েছে এক কোটি ৬০ লক্ষ বার। সেই ভিডিও দেখে বেজায় ক্ষেপেছেন সুধীজনরা। করোনা আবহে এ ভাবে জড়ো হওয়ার জন্য এক হাত নিয়েছেন তারা। আবার এত টয়লেট পেপার এক সঙ্গে দেখে কেউ কেউ বলেছেন, এই খেলার জন্য এতো পেপার জড়ো করা অর্থহীন।
Posted ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar