মোহাম্মদ রেজাউল করিম | ১৫ আগস্ট ২০১৭ | ৮:৪৮ অপরাহ্ণ
ডাঃ ফারুক আহম্মেদ। এম,বি,বি,এস,(বি সি,এস,স্বাস্থ্য) ডি কার্ড (হৃদরোগ) এফ,সি,পি,এস (মেডিসিন) হৃদরোগ-মেডিসিন বিশেষজ্ঞ।
ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। ফরিদপুর সদর থানার পূর্বভাষানচর গ্রামের মোহাম্মদ মইনউদ্দিন ও মোসাম্মাৎ সাহিদা বেগমের সুযোগ্য সন্তান তিনি।
সদা হাস্যজ্জল সদালাপি উন্নত গুণাবলী সম্পন্ন একজন আদর্শবান মানুষ ও ডাক্তার তিনি। স্ত্রী ডাঃ মাহমুদা আফরিন। এম,বি,বি,এস এম,ফিল (মাইক্রোবায়োলজি) সহকারী অধ্যাপক (মাইক্রোবায়োলজি বিভাগ) ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর।
ডাঃ ফারুক আহম্মেদ বিকাল ৪-৩০ টা হতে রাত ৮-৩০ টা পর্যন্ত আলিপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সময় দানে কৃতজ্ঞতার ডোরে বাধিত করেছেন ফরিদপুর বাসীকে।
হৃদযন্ত্রের সমস্যায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ডাঃ ফারুক আহম্মেদের স্মরনাপন্ন হলে এই সুহৃদ ব্যক্তিত্বের সাথে পরিচয় হয়। মিসকি হেসে আন্তরিকতার সাথে রিসিভ করেন আমাকে। দৈনিক আজকের অগ্রবাণীর রিপোর্টার জেনে সাংবাদিকের মর্যাদা দানে
কোন ত্রুটি করলেননা তিনি। মনোযোগ সহকারে সমস্যার কথা শুনলেন। চিকিৎসা দিলেন।
আলাপ চারিতার ফাঁকে বললেন, দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করলেও বিভিন্ন জটিলতায় পদোন্নতি হচ্ছেনা তার। স্ত্রী প্রাইভেট কলেজ এন্ড হাসপাতালে রয়েছেন। যোগ্যতার যথাযোগ্য মূল্যায়ন পেয়ে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হয়েছেন।
প্রাইভেট চেম্বারেও অনেক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা দেন বলে জানালেন। প্রতিমাসে গড়ে ২৫/৩০% অসহায় রোগীকে
বিনামূল্যে চিকিৎসা দেন তিনি। বললেন, পেশাগত দায়িত্ব ও মানুষের সেবা দানের মাধ্যমে মহান মালিকের সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য।