অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০১৭ | ৮:৪১ অপরাহ্ণ
বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা কোন শাখাতেও লেনদেন করতে পারবেন না।
ডাচ বাবাংলা ব্যাংক সূত্রে জানা গেছে, উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য ডাচ বাংল ব্যাংক কর্তৃপক্ষ সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের অংশ বিশেষ আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ১২.০১ ঘটিকা হতে ৯ ডিসেম্বর ১১.৫৯ ঘটিকা পর্যন্ত চলবে।
এ সময় এটিএম, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে রকেট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন চালু থাকবে।