মোহাম্মদ রেজাউল করিম | ১৭ জুলাই ২০১৭ | ৮:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জ পুলিশ লাইন বাসস্ট্যান্ড থেকে ডাব খাইয়ে নুর জামাল নামে এক কাপড় ব্যবসায়ীর সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। নুরজামালের বাড়ি সিরাজগঞ্জ। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে কাপড়ের ব্যবসা করেন।
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নুর জামাল বোয়ালমারী, কাশিয়ানী, গোপালগঞ্জ সদরে ঘুরে ঘুরে কাপড়ের অর্ডার এনে তা পৌঁছে দেন। আজও যথারীতি গোপালগঞ্জে কাপড় দিয়ে পুলিশ লাইন্স বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত ডাব বিক্রেতা নুরজামালকে ডাব কেনার জন্য অনুরোধ করে। নুরজামাল ডাব খাবে না জানালে লোকটি বিশেষভাবে অনুরোধ করে এবং বলে আপনি একটি ডাব কিনলে তাতে আমার যে লাভ হবে তাদিয়ে আমার বাচ্চার জন্য দুটো খাবার কিনতে পারবো। আবেগ মাখা কথাটি শুনে নুরজামাল ডাব কিনে খাওয়ার সাথে সাথে অচেতণ হয়ে পড়ে। তৎক্ষণে তার সাথে থাকা সমস্ত টাকা পয়সা তারা নিয়ে সটকে পড়ে ডাব বিক্রেতা ।
পরে রাস্তায় পড়ে থাকা নুর জামালের পকেটে ব্যবসা কেন্দ্রের ঠিকানা পেয়ে স্থানীয় কে বা কাহারা ব্যাসপুরের বাসে পাঠিয়ে দেয়। সে ব্যাসপুর পৌঁছালে লোকজন তাকে চিনতে পেরে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।