আজকের অগ্রবাণী ডেস্ক: | ১২ এপ্রিল ২০১৭ | ৯:৪৮ অপরাহ্ণ
বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মা জাবেদা খাতুন মারা গেছেন (ইন্না নিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, জাবেদা খাতুন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাবেদা বেগম তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ডিপজল। তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরেই স্কয়ার হাসপাতলে চিকিৎসা নিচ্ছিলেন আমার মা। আজ তিনি হাসপাতালে মারা গেছেন।
ডিপজল বলেন, আগামীকাল গাবতলীর দ্বীপনগরে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে আমার নানা-নানির পাশে দাফন করা হবে। মায়ের জন্য সবার কাছে দোয়াও কামনা করেন এই অভিনেতা।