অনলাইন ডেস্ক | ১৬ আগস্ট ২০১৭ | ৩:০৫ অপরাহ্ণ
নিজের অজান্তে অনেক সময় আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি থেকে প্রিয় ছবিগুলো ডিলিট হয়ে যায়। এরপর আফসোস করা ছাড়া উপায় থাকে না। কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে এই ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পেতে পারেন। আর সে ছবিগুলো ফিরে পেতে সাহায্য করবে গুগল প্লে-স্টোর। আর এই গুগল প্লে স্টোরে রয়েছে এমন হাজারো অ্যাপ যার সাহায্যে আপনি ফিরে পাবেন এই মুছে যাওয়া ছবি।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো থেকে হারিয়ে যাওয়া ছবি খুঁজে পেতে ‘ডিস্ক ডিগার’ নামের এই অ্যাপটির তুলনা হয় না। এটি ‘ইউজ’ করতে কোনও টাকা লাগে না। খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যায়। এ ছাড়া অ্যাপটি ব্যবহার করতে ফোন স্পেসিফিকেশনের প্রয়োজন হয় না।
‘ডাম্পেসটার ইমেজ অ্যান্ড ভিডিও রিস্টোর’ নামের এই অ্যাপটিও গুগলের প্লে-স্টোরে অনায়াসে এই অ্যাপটি খুঁজে পাবেন। অ্যাপটির মাধ্যমে সহজেই ডিলিট হয়ে যাওয়া ছবি খুঁজে পাবেন আপনি।
এর বাড়তি সুবিধা হলও, এর মাধ্যমে ডিলেট হয়ে যাওয়া এমপিথ্রি এবং ভিডিও ফাইলও খুঁজে পেতে পারেন।