অনলাইন ডেস্ক | ২৭ অক্টোবর ২০১৭ | ৩:৫৫ অপরাহ্ণ
রাজধানীর ডেমরায় একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রত্না (১৭) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আজ শুক্রবার ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, রত্নার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। অগ্নিকাণ্ডে ওই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছিলেন।
গত সোমবার ভোর ৪টার দিকে ডেমরা ডগাইর আলামিন রোডের একটি দ্বিতীয় তলার বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন—মো. আলমগীর (৪৫), তাঁর স্ত্রী ফেরদৌস আরা (৩৫), ছেলে ইমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তাঁর ভাতিজা তোফায়েল (২৪) ও তাঁর স্ত্রী রত্না (১৭)। অপরজন হলেন পাশের কক্ষের আরিফ (৩৪)।
দগ্ধ ফেরদৌস আরা জানান, বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভোর ৪টার দিকে সন্তানদের চিৎকারে ঘুম ভাঙলে আগুন দেখতে পান। কীভাবে আগুন লেগেছে, এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানান তিনি।