এহসান খান | ২২ মে ২০১৭ | ৬:০৯ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিয়া রহমান তৃতীয় সর্বোচ্চ(৮৬৩) ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ৫৯০ জন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণের পর নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন ফল ঘোষণা করেন।
নীল দলের বিজয়ী ৩৩ প্রার্থী হলেন:
ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মোঃ দেলোয়ার হোসেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অধ্যাপক মোঃ রহমত উল্লাহ, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন,অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক আবুল মনসুর আহমেদ, অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক এস এম আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক কাজী হানিয়াম মারিয়া, অধ্যাপক কাজল কৃষ্ণ ব্যানার্জী, সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক তৌহিদা রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসাইন, সহকারী অধ্যাপক নুসরাত জাহান, সহযোগী অধ্যাপক পাপিয়া হক, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক মোহাম্মাদ আলী আক্কাছ, অধ্যাপক মোঃ আফতাব আলী শেখ, অধ্যাপক মোঃ আফতাব উদ্দিন, অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, অধ্যাপক মোঃ আব্দুস ছামাদ, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জিয়াউর রহমান, অধ্যাপক মোঃ ফজলুর রহমান,অধ্যাপক বায়াতুল্লাহ কাদেরী, অধ্যাপক মোঃ মজিবুর রহমান,অধ্যাপক হাসিবুর রশীদ, সহযোগী অধ্যাপক লাফিফা জামাল, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম,অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সুপ্রিয়া সাহা ও অধ্যাপক সুব্রত কুমার আদিত্য।
সাদা প্যানেল থেকে জয়ী : পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান