মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ২০ জুন ২০১৮ | ৫:০২ অপরাহ্ণ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঢাকাস্থবাসীদের নিয়ে গঠিত ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলা যুব সমিতি ও আলফাডাঙ্গা যুব সমিতি-ঢাকা সংগঠন দু’টিকে একত্রিত করার লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় উপজেলা হল রুমে পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে দু’টি সংগঠনের সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,আলোচনা সভায় দু’টি সংগঠনের সদস্যদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।দু’টি সংগঠনের সভাপতি,সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ ১৭বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।আগামী ১৩জুলাই বিকাল ৫টায় পুষ্পদম রেষ্টুরেন্ট,ঢাকাতে দু’টি সমিতিকে একত্রিত করে গণ্যমান্য ব্যক্তিগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, আলফাডাঙ্গার যারা ঢাকাতে অবস্থানরত তাদের নিয়ে প্রথমে ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলা যুব সমিতি গঠন করা হয়।কমিটি গঠনের কিছু দিন পর মতের বিরোধ দেখা দিলে আলফাডাঙ্গা যুব সমিতি-ঢাকা নামে অপর আরেকটি সংগঠন তৈরী হয়।বর্তমান ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আ্যাড. জামাল হোসেন মুন্না ও সাধারন সম্পাদক হুমায়ুন কবির এবং আলফাডাঙ্গা যুব সমিতি-ঢাকা’র সভাপতি আরিফুজ্জামান হাসমত ও সাধারন সম্পাদক ইকরামুজ্জামান।