
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
ঢাকার মিরপুরের সাবলেট ভাড়াটিয়া মার্জিনা আক্তারকে (৩০) শ্বাসরোধ করে হত্যার পর গলা কেটে মরদেহ প্যাকেটের মধ্যে রাখা হয়। রাতে সেই মরদেহ বস্তায় ভরে সিএনজিতে নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ফেলে দেওয়া হয়। মাঝে-মধ্যে খোঁজ নেয় মরদেহ কি অবস্থায় রয়েছে। এই হত্যাকাণ্ডের ২১ দিন পর পুলিশ সেই নারীর মরদেহ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে দাফনের ব্যবস্থা করে। এরপর ক্লুলেস এ হত্যার রহস্য বের করতে মাঠে নামে পুলিশ। শুক্রবার মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেস ব্রিফিংয়ে মার্জিনা আক্তার হত্যার রহস্য উন্মোচন ও ১১ দিনের মাথায় হত্যাকাণ্ডের প্রধান আসামি মাসুদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান, সিংগাইর উপজেলার চারিগ্রাম গ্রামের মোশারফ হোসেনে মেয়ে মার্জিনা আক্তার (৩০) স্বামীর সঙ্গে ৬ বছর আগে ছাড়াছাড়ি হওয়ার পর একই ঢাকায় থাকতেন। মিরপুরে মাসুদের ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া থেকে মার্জিনা আক্তার ডেন্টাল হাসপাতালে কাজ শিখছিলেন। মার্জিনা তার স্বর্ণালংকার মাসুদকে দেন বন্ধক রেখে টাকা এনে দেওয়ার জন্য। মাসুদ ওই স্বর্ণালংকার বন্ধক না রেখে তা বিক্রি করে দেন। মার্জিনাকে জানানো হয় ২০ হাজার টাকায় স্বর্ণালংকার বন্ধক রাখা হয়েছে। ডিসেম্বর মাসে মার্জিনা ২০ হাজার টাকা মাসুদকে দিয়ে স্বর্ণালংকার ফেরত চান। এ নিয়ে মার্জিনার সঙ্গ মাসুদের কথাকাটাকাটি হয়। গত ২৪ ডিসেম্বর সকালে মাসুদ মার্জিনাকে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্ত্রী রেখার সহায়তায় মরদেহের গলা কেটে কাগজের কার্টুনে প্যাকেট করে। রক্ত যাতে বের না হয় সেজন্য কার্টুনকে পলিথিন দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় ভরিয়ে নেয়। ওইদিন সন্ধ্যার পর একটি সিএনজি ভাড়া করে বস্তাটি নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে একটি খালের পানিতে ফেলে দেয়।
Posted ৭:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar