
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহ-সভাপতি সজীব আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম হোসেনকে তার নিজ পদ থেকে অব্যহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহ-সভাপতি সজীব আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
Posted ৮:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar