অগ্রবাণী ডেস্ক | ০৮ জুন ২০১৭ | ৮:২৮ পূর্বাহ্ণ
চলতি মাসের শেষের দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই। তবে সফরের দিনক্ষণ এখনো নির্দিষ্ট করা হয়নি।
ভারতীয় গণমাধ্যম বলছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসকরা সুষমাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। সেই ছাড়পত্র পেয়ে ঢাকাকে তিনি বেছে নিয়েছেন প্রথম বিদেশ সফরের জন্য। তবে ঢাকার সঙ্গে বিদেশ সফরে এ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারকেও যুক্ত করেছেন।
গত বছর ডিসেম্বরে কিডনিতে অস্ত্রোপচার হয় সুষমার। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন ভারতের পরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে দিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বি-পাক্ষিক বেশ কয়েকটি চুক্তি ও খসড়া স্বাক্ষর হয়। এ ছাড়া দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ বাড়ানো, কাঠামোগত উন্নয়ন ছাড়া বিভিন্ন খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
যদিও বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি নিয়ে কোনো সুরাহা হয়নি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলেই তিস্তা চুক্তি হবে। সূত্র : ইন্ডিয়াটুডে