তাকিউর রহমান আরজু | ০৯ আগস্ট ২০১৭ | ১০:৪০ পূর্বাহ্ণ
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অত্যন্ত সৎ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন উত্তম গুণাবলীর অধিকারী দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মাজহারুল আনাম।
তিনি নৌকার হাল ধরতে নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী হিসাবে চষে বেড়াচ্ছেন ঢাকা-১৪ আসনের সর্বত্র।
সরকারি বাঙলা কলেজের সাবেক জি.এস, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মাজহারুল আনাম দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষের সুখে দুঃখে পাশে থাকার কারণে সবার ভালবাসা বরাবরই পেয়ে এসেছেন। মিরপুরের স্থানীয় জনগণ ভালবেসে তাকে মিরপুরের মাটি ও মানুষের নেতা বলে।
ব্যক্তি এ.বি.এম মাজহারুল আনাম সৎ রাজনীতিবিদ হিসেবে সকল মহলে পরিচিত। অন্য নেতাদের মতো তার বিরুদ্ধে অর্থনৈতিক কোন দূর্নিতির অভিযোগ কেউ কখনও করতে পারেনি।
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন এ অঞ্চলের বাসিন্দারা।