নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট ২০১৭ | ৫:২১ অপরাহ্ণ
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত ঢাকা–১৮ আসনে গতকাল বিশাল এক ছাত্র সমাবেশ হয়। উক্ত ছাত্র সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক জাকির হোসেন, সাবেক ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক তাজবিরুল হক অনু, সাবেক ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ রবিউল ইসলাম সোহেল, সাবেক সাধারন সম্পাদক আজিজুল হক রানা।
উক্ত ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ মিজানুর রহমান এবং পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ। ছাত্র সমাবেশে বিমান বন্দর থানা, উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, খিলক্ষেত থানা, তুরাগ থানা, উত্তরখান থানা ও দক্ষিনখান থানা ছাত্রলীগের বিপুল নেতা কর্মী উপস্থিত হয়। এসময় সকল নেতা কর্মী জামাত-শিবির এই ঢাকা থেকে উচ্ছেদ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।