নিজস্ব প্রতিবেদক: | ২৬ আগস্ট ২০১৭ | ১০:৫৩ পূর্বাহ্ণ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের অংশগ্রহণ করতে চান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্বা দলের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন। তিনি দীর্ঘ চার দশক এ আসনে রাজনীতি ও সমাজ সেবামূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন।
আলহাজ্ব আবুল হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমান জাগো দল গঠন করলে তিনি সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। যুবদলের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা সিটি কমান্ডার পদে দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা দল গঠিন হলে তিনি ঢাকা মহানগর যুগ্ন আহবায়ক এবং কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্বা দলের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন দলের দায়িত্ব পালনের পাশাপাশি (ডেমরা-যাত্রাবাড়ী) এলাকায় সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বাজায় রেখে সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন।
একান্ত আলাপচারিতায় তিনি জানান আমার চাওয়া পাওয়ার কিছু নাই। মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা মসজিদ ও রাস্তাঘাটের উন্নয়ন করতে চান। এজন্য এলাকার নেতা কর্মী ও সাধরণ জনগণের সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনে (ডেমরা যাত্রাবাড়ীর) ঢাকা ৫ আসনের অংশগ্রহণ করতে চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন। তিনি মনে করেন দল অবশ্যই তাকে মনোনয়ন দিবেন এবং সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।