ঢাবি প্রতিনিধি | ১৮ জুলাই ২০১৮ | ৯:৩০ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের দেয়া সকল অভিযোগ ও দাবিসমূহ তদন্ত কমিটিকে দেয়া হয়েছে। তাদের সুষ্ঠুভাবে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। আশা করি দোষীরা শাস্তি পাবে।
সাম্প্রতিক সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে গত ৩০ জুন সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন আন্দোলনকারীরা। এ ঘটনার প্রতিবাদে গত ২ জুলাই বিক্ষোভ মিছিল করতে গিয়েও হামলার শিকার হন তারা। গত রোববার হামলাকারীদের বিচার চেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সমাবেশ করলে সেই সমাবেশেও হামলা করে ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়। এছাড়াও, হামলায় প্রায় ১৫ জনের মতো শিক্ষার্থী আহত হয় বলে জানা যায়। এসব ঘটনার প্রেক্ষিতে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।