অনলাইন ডেস্ক | ২৭ জুলাই ২০১৭ | ৯:৩৭ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালযের ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৩ আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।
বিশেষ কোনো পরিবর্তন না হলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়।
জানা গেছে, সম্ভাব্য তারিখ অনুযায়ী ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা আগামী ১৬ সেপ্টেম্বর ও অংকন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।