অনলাইন ডেস্ক | ৩০ জুলাই ২০১৭ | ২:২৮ অপরাহ্ণ
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে আহ্বায়ক ও ইকবাল মাহমুদ বাবলুকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যদের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক মুস্তাকিম বিল্লাহ ফারুকি ও আমিনুল ইসলাম খান টিপু, সদস্য এ কে লুৎফর রহমান সেন্টু, মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আশরাফুল হক মুকুল, এমএ কাইয়ুম মোল্লা, এসএম মঞ্জুর, মাহফুজুর রহমান রিপন, এ হামিদ জমাদ্দার, একেএম ফজলুল হক, সিরাজুল ইসলাম, মমতাজ উদ্দিন, মাজহারুল ইসলাম কাজল, আশরাফুল ইসলাম ও জুয়েল রানা।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও এই হলের সাবেক শিক্ষার্থী মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সদ্য গঠিত এ কমিটি আগামী এক বছর হলের সর্বস্তরের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পুনর্মলিনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কাজ করবে বলে সভায় জানানো হয়।