নিজস্ব প্রতিবেদক: | ২৭ জুলাই ২০১৭ | ৯:৪৪ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ও গোপালগঞ্জ জেলা পরিষদের ১ নং সংরক্ষিত মহিলা সদস্য তানিয়া হক শোভা বাংলাদেশ যুব মহিলা লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার যুব মহিলা লীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।
উল্লেখ্য, তানিয়া হক শোভা মুকসুদপুর উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি সম্মিলিত সঙ্গীত শিল্পি সোসাইটির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।