
ডেস্ক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
ঢাকা সিটি করপোরেশন উত্তর বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের গাড়ীতে হামলা চালানো হয়। এসময় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ৮ টার দিকে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তুনজর ভ্যালী উল্টোপাশে এ হামলা চালানো হয়। ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিল প্রার্থী শরিফ উদ্দীন জুয়েলের নির্বাচনীয় প্রচারণার অফিস উদ্বোধন শেষে ফেরার পথে এ হামলা চালানো হয়।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আমার নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন করতে এসেছিলেন। অফিস উদ্বোধন শেষে আমরা (তাবিথ আওয়াল, ফুটবলার আমিনুল হক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন) একই গাড়িতে ফিরছিলাম। তখন আমাদের গাড়িতে লাঠি সোটা নিয়ে হামলা করা করা হয়। এসময় আমার ১০-১২ জনকর্মী আহত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের কাউন্সিল প্রার্থী জাকির হোসেল বাবুলের অফিস পাশের ওখান থেকে তার কর্মীরা এ হামলা চালায়।
এসময় সরকারী তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের মাঈনুল, সিরাজসহ প্রায় ১০ দশ আহত হন। গাড়ি বহরের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের গাড়িও ছিল। তিনি জুয়েলের নির্বাচন পরিচলানা কমিটির দায়িত্ব পালন করেছেন। তাবিথ, জুয়েলসহ বিএনপির নেতাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar