অনলাইন ডেস্ক | ২৮ মে ২০১৭ | ৯:৫৯ অপরাহ্ণ
ক’দিন পরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তা নিয়ে ক্রিকেট পাড়ায় রীতিমত চলছে আলোচনা। কে ব্যাট হাতে মাতাবেন, কে বল হাতে ভরকে দেবেন বাঘাবাঘা ব্যাটসম্যানদের। বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষকদের তালিকায় উঠে এসেছে নামীদামী ক্রিকেটারদের নাম। এবার সেই তালিকায় উঠে এলো বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের নাম। তার পাোপাশি বলা হয়েছে বাংলাদেশের সাফল্যের কথাও।
ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাতে পারেন এমন সব ক্রিকেটারদের নাম। সে তালিকায় বাংলাদেশ থেকে তামিমের নাম বলা হয়েছে। দেশ ও দেশের বাইরে সমান তালে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ দল। আর সেই সাফল্যের বেশিরভাগ কৃতিত্ব বাংলাদেশের ব্যাটসম্যানদের। তাদের মধ্যে তামিম অন্যতম।
বাংলাদেশ ও তামিম ইকবাল সম্পর্কে প্রতিবেদনে লেখা হয়েছে, ‘আমরা দেখছি গেলো এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ অনেকটা উন্নতি করেছে এবং অবশ্যই তারা এই টুর্নামেন্টের জন্য হুমকি। তাদের বেশকিছু দারুণ স্পিনার আছে যারা যেকোনো সময়ে খেলা ঘুরিয়ে দিতে পারেন। তামিম ইকবাল একজন ভয়ংকর টপ অর্ডার ব্যাটসম্যান যিনি তার দিনে প্রতিপক্ষের যেকোনো আক্রমণ ভেঙ্গে দিতে পারেন। প্রথম বল থেকেই তিনি ভেঙেচুরে শুরু করেন।
তামিমের পাশাপাশি এই তালিকায় আছেন ইংল্যান্ডের আদিল রশিদ, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের মোহাম্মদ আমির, অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।